‘বাংলার মুখ ’ কেন ?
বিগত আড়াই হাজার বছরের ইতিহাসে বাংলা কয়েকটি আলাদা সত্তায় বিকশিত হয়েছে, এদের একটি প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন রাষ্ট্রসত্তায় জাতিগতভাবে অভিন্ন হলেও যা প্রায়শঃ বিভক্ত ও আলোড়িত অন্য একটি সত্তা নিজের সাংস্কৃতিক স্পন্দন ও রাজনৈতিক বৈশিষ্ট্য বজায় রেখেও বিকাশমান এক বিশাল রাষ্ট্রের অঙ্গরাজ্য, যার কাছাকাছি আরো কিছু অঞ্চল, ভূখন্ড ও সমাজ । আজকের বাংলার আরো একটি সত্তা গড়ে উঠেছে বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া বাঙালীদের ক্রমবর্ধমান বসতি নিয়ে । যাদের মন সুক্ষ ও অদৃশ্য নানা বাঁধনে বাংলার সাথে আবদ্ধ। এই তিন স্বতন্ত্রসত্তার যাত্রাপথ এখনও আলাদা ও অসম্পূর্ণ। তবে সব ক’টিই চলমান - কিন্তু কোন গন্তব্যস্থলের উদ্দেশ্যে তা এখনও অজানা । সম্ভবতঃ এই ওয়েবপেইজ পাঠকদের মনে করিয়ে দিতে পারবে তাদের অতীত পথ পরিক্রমার কথা, উন্মুক্তকরে দিতে পারবে বর্তমান ভালোমন্দের জটিলতা নিয়ে মত বিনিময়ের সুযোগ । এমনও আশা করা যায়, যারা মননশীল তারা চিন্তার আদানপ্রদান শুরু করবেন ভবিষ্যৎ যেভাবে বিকশিত হয়ে চলেছে জাগতিক পরিবর্তনের মাঝে ।
‘বাংলার মুখ ’ কারা দেখবেন ?
বাংলার কোনো বিষয় নিয়ে সাধারন আগ্রহ যাদের আছে অথবা কোনো নির্দিষ্ট বিষয় কিছুটা গভীর ভাবে জানতে ‘বাংলার মুখ’ দেখতে পারেন । কোনো বিষয়ের ওপর যারা অভিমত দিতে চান তারা বিশেষভাবে স্বাগত। সম্ভবত এভাবেই বহু-বিস্তৃত বাংলা ভাষাভাষীদের মধ্যে আলাপ আলোচনার নতুন সম্পর্কসৃষ্টি হবে, গড়ে উঠবে এক নতুন যুগের সমাজবোধ ।